• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

বাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ১৩ আসামির রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৪৪, ১৮ জুন ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ১৩ আসামির রিমান্ড মঞ্জুর

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু-সহ ১৩ আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

১৩ জন আসামির মধ্যে বাবু চেয়ারম্যানকে পাঁচদিন, ৬ আসামির চারদিন এবং অপর ৬ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাস্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

রিমান্ডে নেওয়া অপর আসামিরা হলেন, রেজাউল করিম, মনিরুজ্জামান, জাকিরুল, গোলাম কিবরিয়া সুমন, মিলন, তোফাজ্জল, আইনাল, কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহীহ, মকবুল ও ওহিদুজ্জামান।

রবিবার দুপুরে কড়া নিরাপত্তায় মাহমুদুল আলম বাবু ও তার তিন সহযোগীকে আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে মাহমুদুল আলম বাবু এবং তার সহযোগী রেজাউল, জাকিরুল ও মনিরুজ্জামান মনিরকে আটক করে র‌্যাব। পরে তাদের ঢাকায় এনে প্রেস ব্রিফিংয়ের পর ওইদিন রাতেই বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বকশীগঞ্জ থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে শনিবার তাদের আদালতে পাঠায়। এ নিয়ে নাদিম হত্যা মামলার প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃংঙ্খলা বাহিনী।  

গত ১৪ জনু রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা নাদিমের ওপর হামলা চালায়। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এই ঘটনায় শনিবার নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জন উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেছেন। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা সমকালকে বলেন, রিমান্ড চেয়ে সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রধান আসামি বাবু চেয়ারম্যানকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

জুন ১৮, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: