• ঢাকা

  •  সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৪

গৌরীপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) বাদ আসর ঐতিহাসিক হারুন পার্কে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানে সুস্থতা কামনায় দোয়া করা হয়।

তাছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুর কলতাপাড়ায় পুলিশের গুলিতে নিহত তিনজন-সহ সারাদেশে আন্দোলনে শহিদদের  রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যন আহম্মেদ তায়েবুর রহমান হিরন, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত দাস, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, যুবনেতা পল্লব খান, জিয়াউর রহমান (পৌর কাউন্সিলর) আ. বাকী রানা, আ. হানিফ, বিএনপি নেতা আজিজ মন্ডল, জায়েদুর রহমান (চেয়ারম্যন), আ. মান্নান, এখলাছুর রহমান কিরন, আতাউর রহমান আতা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।

দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের খরচ কমিয়ে এই টাকা বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে দেওয়া হয়।

এসকেডি/এবি/

মন্তব্য করুন: