বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু

ছবি- সংগৃহীত
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলি নামক স্থানে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী বিএনপি নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দূর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানের স্ত্রী নার্গিস আক্তার (৪৫)।
মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নান্নু খান।
ফাঁড়ি পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার সময় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান ও তার স্ত্রী নার্গিস আক্তার একটি প্রাইভেটকার যোগে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ যাওয়ার পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারের চালক, টিপু সুলতান ও তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতে নার্গিস আক্তার মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে মোহনগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
বিএনপি নেতা টিপু সুলতানের স্ত্রী নার্গিস আক্তারের মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গভীর শোক জানিয়েছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) নান্নু খান সাংবাদিকদের জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনার পর পর বাসচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেটকার জব্ধ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: