জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে গৌরীপুরে মিছিল

ছবি- সংগৃহীত
“তারুণ্যের প্রথম ভোট. ধানের শীষের পক্ষে হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের পাটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে ।
মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ফিরতি পথে পৌর শহরের কালীখলাস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সম্পৃক্ত করতে হবে। এই লক্ষ্যে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল, ওয়ার্ড- ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্ব আরোপ করে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, শামীম হোসেন চৌধুরী, শওকত আলী, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব, মোঃ মোশাররফ হোসেন খান পাঠান রুবেল, পৌর বিএনপি’র সদস্য মোঃ রমজান হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক হুমায়ুন কবীর খান, সদস্য জিয়াউর রহমান জিয়া, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি রতন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান আকন্দ সুমন, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন, মুসা মুন্সী, কামরুল ইসলাম পিয়াস, আরিফুল ইসলাম উদয়, নিলয় হাসান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: