• ঢাকা

  •  সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

 আপডেট: ১৬:৪৪, ১৩ অক্টোবর ২০২৫

গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ছবি- সংগৃহীত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের আমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, জামায়াতে ইসলামি গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারী মাওলানা আবু ইউসুফ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারি রফিকুল ইসলাম, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ শামছুদ্দিন, ফায়ার ফাইটার ফিরোজ, রাজু ইসলাম জীবন প্রমুখ।
আলোচনা সভা শেষে গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: