খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে যুবদলের দোয়া মাহফিল
ছবি- সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোকাইনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বাঘবেড় গ্রামের মাদরাসতুত তাকওয়া প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বাঘবেড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাম হোসেন।
যুবদল নেতা শফিকুল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন বাচ্চু, ইউপি সদস্য ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া, তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, মজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, ফুল মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা হান্নান তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান পিপলু, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদল নেতা রুবেল আহমেদ, জহিরুল ইসলাম বাদল, জহিরুল ইসলাম রমজান, সোহাগ মিয়া, হেলাল উদ্দিন, হুমায়ুন কবির রবিন, মোস্তাকিম মিয়া, আতাউর রহমান, রাসেল, মাসুদ মিয়া প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: