• ঢাকা

  •  মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সাহিত্য-সংস্কৃতি

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 প্রকাশিত: ২৩:০২, ৩১ অক্টোবর ২০২৫

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত উদীচী ভবনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। কর্মসূচীগুলো হলো- উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, মুক্ত আলোচনা ও বিচিত্রানুষ্ঠান। প্রতিষ্ঠবার্ষিকীর উদ্বোধন করেন মহাদেব সান্যালের স্ত্রী প্রবীণ কমরেড শ্রীমতি শান্তি সান্যাল।
উদ্বোধন শেষে উদীচী ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উদীচী ভবনে এসে শেষ হয়।
শোভাযাত্রাশেষে উদীচী মিলনায়তনে ‘সত্যেন সেনের উদীচী, উদীচীর সত্যেন সেন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উদীচী জেলা সংসদের সভাপতি ডা. প্রদীপ চন্দ্র করের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক যীশুতোষ তালুকদার।
উদীচী জেলা সংসদের সহ সম্পাদক শম্পা দত্তের সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি ময়মনসিংহ নগর কমিটির সভাপতি অধ্যাপক কমরেড লীলা রায়, উদীচী  জেলা সংসদের সহ-সভাপতি আতাউর রহমান, সদস্য রঞ্জিত সরকার, কবি তাহমিনা রহমান, সমাজ সেবক আলী ইউসুফ, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, উদীচীর সদস্য নাদিরা বেগম, মুক্তাগাছা উদীচী সংসদের সাধারণ সম্পাদক তোরণ সরকার, ফুলবাড়িয়া উদীচী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও উদীচীর নবীন সদস্য অমীয় চন্দ প্রমুখ।
আলোচকরা বলেন, উদীচী ও সত্যেন সেন এক অবিচ্ছেদ্য অংশ। সত্যেন সেন মানবমুক্তি, শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে ১৯৬৮ সালে উদীচী প্রতিষ্ঠা করেছিলেন। নানান চড়াই-উৎরাই পেরিয়ে ৫৭ বছরে পদার্পণ করেছে। সত্যেন সেনের সাংস্কৃতিক লড়াইয়ের দেখানো পথেই উদীচী আজও অমলীন। উদীচী থাকুক সেই সংগ্রামের ধারায়- মানুষের পাশে, মানুষের কণ্ঠে, মানুষের মুক্তির স্বপ্নে। তাঁর আদর্শে গড়ে উঠুক নতুন প্রজন্মের সংস্কৃতি সচেতন সমাজ।
উদীচীর সদস্য অলিক সরকার অপু ও সুপ্রভা বসাক শ্রেয়ার যৌথ সঞ্চালনায় বিচিত্রানুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি করেন জেলা উদীচী সদস্যবৃন্দ ও আলোকময় নাহা সঙ্গীত বিদ্যায়নের শিক্ষার্থীবৃন্দ।
উদীচী জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ, উদীচী জেলা সংসদ, বিভিন্ন উপজেলা সংসদের নেতাকর্মী ও কবি-সাহিত্যিক-সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: