খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরীপুরে ইউনিয়ন বিএনপির দোয়া-মাহফিল
ছবি- সংগৃহীত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে ডৌহাখলা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ডৌহাখলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো.শহীদুল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য আবুল হাসিম, নজরুল ইসলাম, ফজর আলী, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, বিএনপি নেতা রশিদ মণ্ডল, আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, যুবদল নেতা বুলবুল চৌধুরী, শরীফ মণ্ডল প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: