• ঢাকা

  •  রোববার, এপ্রিল ২৮, ২০২৪

ভিনদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:

রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ ধনী ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক:

 আপডেট: ০৮:৪৩, ১ আগস্ট ২০২২

রুশ হামলায় ইউক্রেনের শীর্ষ ধনী ব্যবসায়ী নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে ব্যাপক রুশ হামলায় দেশটির সবচেয়ে ধনী এক ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী নিহত হয়েছেন। ইউক্রেনের গণমাধ্যম জানাচ্ছে, ওলেক্সি ভাদাটুরস্কি এবং তার স্ত্রী রাইসা এক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

ভাদাটুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক, যেটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি করতো।

মিকোলাইভ শহরে রুশ বাহিনী ব্যাপক রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।

শনিবার (৩১ জুলাই) রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত স্কুলে আঘাত হানে। এতে পাশের আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। তবে দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি সার্ভিস স্টেশন এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে।

মিকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমূদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে। সেজন্যে এই শহরের নিয়ন্ত্রণকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এখানে বার বার হামলা চালিয়েছিল। 

আগস্ট ১, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: