ময়মনসিংহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

ছবি- সংগৃহীত
ময়মনসিংহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ নগরীর টাউনহলে অন্যচিত্র ফাউন্ডেশন, প্রাণ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি ও ব্রট এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় তিনি বলেন, গ্রামীণ নারীরা কৃষি, খাদ্য নিরাপত্তা ও পারিবারিক অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উদ্যোগ ও নেতৃত্বকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া প্রয়োজন।
এর আগে গ্রামীণ নারীদের একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি নগরীর টাউন হল চত্বর থেকে শুরু হয়ে গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।
পরে গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে ‘খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও পুষ্টিহীনতা : গ্রামীণ নারীর ভূমিকা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যচিত্র ফাউন্ডেশনের সভাপতি সেলিমা বেগমের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা সমন্বয়কারী ইমন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, নারী নেত্রী অধ্যাপক লীলা রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, নারী কৃষক শারমিন আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার ও জেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, গ্রামীণ নারীদের জন্য সরকারি সহায়তা ও প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। গ্রামীণ নারীদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করতে হবে। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও পুষ্টি উন্নয়নে সমন্বিত নীতি প্রণয়নের আহ্বান জানান বক্তারা।
পরে গ্রামীণ নারীদের নীতি সংলাপ বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: