• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

বাংলাদেশ

বঙ্গবন্ধুকে দেওয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

 প্রকাশিত: ০৮:৩৯, ৩০ অক্টোবর ২০২৩

বঙ্গবন্ধুকে দেওয়া ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক (মরণোত্তর) ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করল ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মান সূচক ডিগ্রি গ্রহণ করেন।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়। এই ডিগ্রি গ্রহণের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদানের ঘোষণা দেন।

ইতিহাসে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯২২ সালে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবারের সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ৫৪তম সমাবর্তন। বঙ্গবন্ধুর আগে মোট ৫৩ জন স্বনামধন্য ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়। 

অক্টোবর ৩০, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: