ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
ছবি- সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্দেশনায় গৌরীপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কালীপুর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিজয়’৭১ চত্বরে সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর।
সমাবেশে সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ।
বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদার, মোঃ আনোয়ারুল ইসলাম কামাল, শাহ্ মোঃ ওবায়দুল্লাহ সুমন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আলিমেল হাকিম সাকিব মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
বক্তারা দ্রুত শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: