ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
ছবি- সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেন।
সিইসির ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভাষণে তিনি মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সময়সূচিও তুলে ধরেন। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এই সময় থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসি প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: