• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে কোভিড পরবর্তী প্রাথমিক শিক্ষা বিয়য়ে পরিকল্পনাসভা

গৌরীপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:৩০, ২২ সেপ্টেম্বর ২০২২

গৌরীপুরে কোভিড পরবর্তী প্রাথমিক শিক্ষা বিয়য়ে পরিকল্পনাসভা

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল অংশীজনদের নিয়ে ‘কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট সমস্যায় প্রান্তিক জনপদে প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের শিশুই ভবিষ্যতের বাংলাদেশ।  তাদের মানসিকভাবে, শারীরিকভাবে, মেধায়, প্রজ্ঞায় পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন বলেন, অভিভাবকরা এখন অনেক সচেতন।  সচেতন অভিভাবক, শিক্ষক এবং আমাদের পারস্পরিক বোঝাপড়া ও আন্তঃসমন্বয়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় এ পরিকল্পনা সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্কুল ব্যাবস্থাপনা কমিটির সদস্য এবং পিটিএ সদস্যরা অংশগ্রহণ করেন। 

সেপ্টেম্বর ২২, ২০২২

রায়হান/এবি/

মন্তব্য করুন: