জবি ছাত্রদল নেতা হত্যার শাস্তির দাবীতে গৌরীপুরে বিক্ষোভ

ছবি- সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ হাসান রাহাত, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাহীন আলম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত হাসান, গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলাদিন মোল্লা, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান আলিফ, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শুভ, পৌর ছাত্রদল সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ আলম খাঁন, বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন অহি, ছাত্রদল নেতা শরীফ হোসাইন, কাইয়ুম ইসলাম, নাসিম আকন্দ, বিপ্লব হাসান, হৃদয়, বিজয় চন্দ্র সরকার, বিজয় বাড়ই, আরাফাত, মিজান ও রানা প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: