• ঢাকা

  •  বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 প্রকাশিত: ০০:০৫, ১৬ অক্টোবর ২০২৫

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ছবি- সংগৃহীত

"হাত ধোয়ার নায়ক হোন" Be a Hand Washing Hero "  প্রতিপাদ্যকে সামনে রেখে ময়নসিংহের গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যলী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আমীন পাপ্পা।

এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য উঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী ( জনস্বাস্থ্য) মোঃ সালাউদ্দিন সোহেল, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, রিপোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার পরামর্শ ও নমুনা শিখানো হয়।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: