গৌরীপুরে মৎস্যজীবী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজারস্থ বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মদ সাকিব।
তিনি এ সময় বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে আমাদেরকে একযোগে কাজ করে যেতে হবে। এই লক্ষ্যে ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন করে নেতাকর্মীদের উজ্বীবিত করতে হবে।
উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক খাইরুল পাশা খেলনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জিয়াউল হক শ্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য কামাল উদ্দিন লিটন, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ দীপু, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মোমেন, মোখলেছুর রহমান কাঞ্চন, ময়মনসিংহ মহানগর ৩৩নং ওয়ার্ড কমিটির সভাপতি শাহীন সরকার, অচিন্তপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ কামাল প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: