জবি ছাত্রদল নেতা হত্যাকারীদের শাস্তির দাবীতে গৌরীপুরে বিক্ষোভ

ছবি- সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন’র হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে জিয়া চত্বরে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম পিয়াস, যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম উদয়, ছাত্রদল গৌরীপুর সরকারি কলেজ শাখার সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান, শ্যামগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা শাখার সভাপতি মোঃ উজ্জল মিয়া, পৌর শাখার যুগ্ম আহবায়ক আলামিন মিয়া, মোঃ মুসা মুন্সি, মইলাকান্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আহমেদ সাগর, রামগোপালপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সদস্য রোমন মিয়া, আতিক হাসান।
বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী টিউশন করাতে গিয়ে হত্যার শিকার হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই লাশ দীর্ঘক্ষণ সিরিতে পরেছিল,পরবর্তীতে যখন জবি ও ঢাবি শিক্ষার্থীসহ সারা বাংলাদেশের ছাত্রদল রাজপথে প্রতিবাদ জানায় তখন পুলিশ সেখানে গিয়ে সেই লাশ উদ্ধার করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
মন্তব্য করুন: