• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ২২, ২০২৫

জেলার খবর

লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুরে মানববন্ধন

 প্রকাশিত: ১৪:৩৮, ২২ অক্টোবর ২০২৫

লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুরে মানববন্ধন

ছবি- সংগৃহীত

ময়মনসিংহ থেকে ভৈরব ও মোহনগঞ্জ রুটে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গৌরীপুরবাসীর ব্যানারে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয় ও গৌরীপুর রেলওয়ে জংশনসূত্রে জানা গেছে, করোনার সময় থেকে ময়মনসিংহ থেকে ভৈরব রুটে লোকাল ট্রেনগুলো বন্ধ হয়ে যায়। ৬ মাস পূর্বে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে জারিয়া রুটে দীর্ঘদিন যাবত ট্রেন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে পুণরায় চালু হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক নেতা মজিবুর রহমান ফকির, গণমাধ্যমকর্মী মোঃ রইছ উদ্দিন, নারীনেত্রী মমতাজ বেগম, সাংস্কৃতিক কর্মী ওবায়দুর রহমান, ছাত্রনেতা কাজী মেহেদী হাসান রিজন, কুলি সর্দার সুরেশ বীন প্রমুখ।
বক্তারা বলেন, একসময় ময়মনসিংহ থেকে ভৈরব, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ রুটে নিয়মিত লোকাল ট্রেন চলাচল করতো। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও নিম্নআয়ের মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ হতে ুভৈরব ও মোহনগঞ্জ রুটে লোকাল ট্রেন পুনরায় চালুর দাবি জানান। আগামী সাতদিনের মধ্যে লোকাল ট্রেন চালু করা না হলে বিক্ষোভ মিছিল থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন বক্তারা।
এ বিষয়ে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোঃ আমিনুল হক বলেন, লোকাল ট্রেন চালুর জন্য মানববন্ধনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তারা চাইলে দ্রুত সময়ের মধ্যে লোকাল ট্রেনগুলো চালু করতে পারে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে রেল লাইনের উপর অবস্থান নেন আন্দোলনকারীরা।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: