বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গৌরীপুরে বিএনপির মিছিল

ছবি- সংগৃহীত
“তারুণ্যের প্রথম ভোট. ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় নাপ্তের আলগী বাজারে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে ভাংনামারী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি নাপ্তের আলগী বাজার প্রদক্ষিণ করে পুণরায় স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তরা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির গুরুত্ব আরোপ করে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর আসন থেকে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে বিএনপি’র দলীয় মনোনয়ন দেয়ার দাবী জানান তাঁরা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী, ভাংনামারী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ, খোকন মিয়া, লিটন মিয়া, যুবদল নেতা মনসুর হেলাল, নয়ন মিয়া, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম, মৎস্যজীবী দল নেতা মোঃ শাহজাহান কবির মিন্টু, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিয়াদুজ্জামান রিয়াদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকাশ, ভাংনামারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খেচু মিয়া প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: