চাটমোহরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু

পাবনা: পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, চাটমোহর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া খাতুন (৫০) মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৫ মার্চ) সকাল ৮টায় ঢাকা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা শোক ও সমবেদনা জানিয়েছেন।
সুফিয়া চাটমোহর পৌরসদরের বালুচর মহল্লার বাছের প্রামানিকের স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবত ব্রেইন টিউমার রোগে ভুগছিলেন।
ইকবাল কবীর রনজু
মার্চ ১৬, ২০২৩
ইকবাল কবীর রনজু/এবি/
মন্তব্য করুন: