• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

জেলার খবর

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৫

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১০:৫৭, ৭ জুন ২০২৩

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৫

সিলেট: সিলেটের নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ ১১ জন ও হাসপাতালে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫ জন। এছাড়া গুরুতর আহত আরো ১১ জন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার (৭ জুন) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণশ্রমিক এবং পিকআপ ভ্যানের যাত্রী।

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন - সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

ফায়ার সার্ভিস, সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিতে অন্তত ৩০ জন নির্মাণশ্রমিক ছিল।

জানা যায়, হতাহতরা সিলেট নগরের আম্বরখানা থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ঢালাইকাজের জন্য যাচ্ছিলেন।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দোহা সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে।

> সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১২ জন নিহত

জুন ৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: