• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জেলার খবর

বিশ্ব শিক্ষক দিবস

নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি

 আপডেট: ২০:৩৭, ৫ অক্টোবর ২০২৪

নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

ময়মনসিংহের নান্দাইলে অতিথিদের সাথে সংবর্ধিত শিক্ষকবৃন্দ

ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের আয়োজনে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা  ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে পৌরসভায় স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। 

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আজিজুন্নাহার শিউলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আক্তার খাতুন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন অনন্যা প্রমূখ।

সংবর্ধিত শিক্ষকরা হলেন, স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া জেসমিন, সহকারী শিক্ষক টুম্পা রানী চৌহান, পূর্নিমা চৌহান, রানী চৌহান, ফারিয়া আক্তার বিথী, সোমা খানম, সোনিয়া আক্তার, সাইমা উল হুসনা ও আয়শা সিদ্দিকা মীম।

এর আগে স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের কর্মসূচি আরও বৃহৎ পরিসরে উদযাপনের পরামর্শ দেন।

তারা বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। মানুষের জীবনে মা-বাবার পরেই শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা থাকে। শিক্ষকরা সম্মানিত হলে জাতি সম্মানিত হয়।

এসএবি/এসবিডি/এবি/

মন্তব্য করুন: