পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এনিয়ে আজ(২২ জুলাই) মঙ্গলবার ভোক্তভোগী মাছ চাষী মো. মিজানুর রহমান(৩৫) বাদী হয়ে প্রতিপক্ষের ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের বড়-উত্তমপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে।
মিজান ওই গ্রামের প্রয়াত শরাফত আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, মিজানুর রহমানের পুকুর পাড়ে তুলে রাখা হয়েছে অসংখ্য মরা মাছ। পুকুরের একপাশে পড়েছিল বিষের একটি কৌটাও। ছোট,বড় ও মাঝারিসহ বিভিন্ন আকৃতির রুই,কালত, মাগুর,পাঙ্গাশসহ দেশীয় ও বাংলা প্রজাতির নানা মাছ। মরা মাছগুলোর পাশে বসে আহাজারি করছেন মৎস্যচাষী মিজান। এসময় আশেপাশের লোকজন ভীড় জমিয়েছেন এমন কান্ড দেখতে। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমার নিজস্ব ১৫ শতক জমির উপর একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু পূর্বশত্রুতার জেরে চাচা আব্দুস ছাত্তার(৫০) ও ভাতিজা আলমগীর হোসেন(২২) পুকুরে বিষ দিয়ে আমার এই সর্বনাশ করেছে। বিষ দিয়ে মাছ নিধনের আগে একাধিকার আমার এমন ক্ষতি করার হুমকীও দিয়ে আসছিল তারা। পরিকল্পিতভাবেই আমার এই ক্ষতি করেছে অভিযুক্তরা। আমি এই ঘটনার বিচার চাই। ভোক্তভোগী পরিবার ও স্থানীয়রা বলেন,মঙ্গলবার সকালে পুকুরে অসংখ্য মরা মাছ ভেসে ওঠে। সবমিলিয়ে প্রায় ১০-১৫ মণ মাছ মারা যায়। যার বাজারমূল্য ২ লাখেরও বেশি টাকা বলে দাবি করেন তারা। এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত আব্দুছ ছাত্তারের পারিবারিক মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ দেখায়। এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন,পুকুর পাড়ে মাছ নিধনের যে কৌটাটি পড়েছিল, সেটি মূলত একটি বিষের কৌটা। মাছের সাথে শত্রুতা কোন ভাবেই কাম্য নয়। বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: