• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ

চ্যাম্পিয়নদের লাগেজে চুরি

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১৬:০৫, ২২ সেপ্টেম্বর ২০২২

চ্যাম্পিয়নদের লাগেজে চুরি

ঢাকা: নেপাল থেকে গতকাল (২১ সেপ্টেম্বর) সাফ জয় করে দেশে ফেরার পর চ্যাম্পিয়নদের লাগেজ থেকে আড়াই লাখ টাকা সমমানের ডলার চুরি হয়েছে। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফ করবেন এপিবিএন।

প্রসঙ্গত, বাঘিনীদের প্রায় আড়াই লাখ টাকা খোয়া যাওয়ার কথা বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে জানায় কৃষ্ণা রানী সরকার। এরমধ্যে কৃষ্ণা রানী সরকার একাই দেড় লক্ষাধিক টাকা হারান। বাকি টাকা অন্যান্য ফুটবলারদের। এসব টাকা কৃষ্ণা রানী সরকারের ব্যাগেই ছিল।

নারী দলের এ স্ট্রাইকার বলেছিলেন, 'দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন থাকায় হ্যান্ড ব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরে থাকা ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যা সর্বমোট আড়াই লাখে দাঁড়ায়।'

শুধু কৃষ্ণা রানী সরকারের ব্যাগ নয়, আরো কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল বলেও জানান তিনি।

সেপ্টেম্বর ২২, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: