মফস্বলের প্রতিটা ঘর এনসিপির এক একটা অফিস
ছবি- সংগৃহীত
গ্রামগঞ্জ মফস্বলের প্রতিটা ঘরকে এনসিপির এক একটা অফিস বলে মন্তব্য করেছেন ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।
বুধবার রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া বাজারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
কবি সেলিম বালা বলেন, অনেকে বলে ফেসবুকে দেখি, চার/পাঁচ জনের একটা দল তারা নাকি সংসদে যাবে, নির্বাচন করবে। তাদের কোন কমিটি নাই এই কথাটা বলে। আজকে আপনাদের সামনে আমি বলতে চাই এই বাংলাদেশে গ্রামগঞ্জ মফস্বলের প্রতিটা ঘর এনসিপির এক একটা অফিস। প্রতিটা তরুণ-তরুণী এনসিপির এক একটা কর্মী। আর প্রতিটা বাবা-মা এনসিপির এক একটা নেতা। তা না হলে বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে আসতেন না। পুলিশের গুলির মুখে ছেড়ে দিতেন না। মা তার মেয়েকে নিয়ে রাস্তায় এনে পুলিশের গুলির মুখে ছেড়ে দিতেন না। তাহলে কি ছিল তাদের সেই ডাকে?। তাদের ডাকে ছিল সততা এবং সঠিক একটা আদর্শ।
কবি সেলিম বালা আরো বলেন, আমি আজকে শুধু শাপলা কলির একটা মনোনয়নের খবর নিয়ে আসি নাই। আমি এসেছি এই এলাকার মানুষের জন্য একটা নতুন স্বপ্ন নিয়ে। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা এলাকা গড়ে তোলবো।
এসময় কবি সেলিম বালা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীককে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য (কৃষক শক্তি) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান, উপ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আশিক পাঠান, এনসিপি তারাকান্দার যুগ্ম সমন্বয়ক পারভেজ হোসেন প্রমুখ।
এর আগে বুধবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামে জুলাইযোদ্ধা শহীদ বিপ্লবের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফেরাত কামনা করে নির্বাচনী প্রচারণার কাজ ও জনসংযোগ শুরু করেন আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: