• ঢাকা

  •  সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

জেলার খবর

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুর গণপাঠাগারের পুষ্পার্ঘ্য অর্পণ

 প্রকাশিত: ১৯:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুর গণপাঠাগারের পুষ্পার্ঘ্য অর্পণ

ছবি- সংগৃহীত

ময়মনসিংহে গৌরীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্থানীয় বিজয়’৭১ স্মৃতিসৌধে  শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

পরে আলোচনাসভায় সংগঠনের পরিচালক আহসানুল হক সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক আমিরুল মোমেনীন।

বক্তব্য রাখেন গৌরীপুর ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, সহকারী প্রধান পরিচালক শফিকুল ইসলাম মিন্টু, আরিফ আহমেদ, পরিচালক মো. রইছ উদ্দিন, সেলিম আল রাজ, গৌরীপুর উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক শামীম খান, পাঠাগারের এসএম সোহেল, গোপা দাস, আব্দুস সালাম, আশিকুর রহমান রাজীব, তাজিকুল ইসলাম, রাজর্ষি তালুকদার প্রমুখ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: