• ঢাকা

  •  বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

জেলার খবর

আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নয়ন গ্রেপ্তার

 প্রকাশিত: ১২:০৭, ১৭ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য নয়ন গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতা ও গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এখলাছ উদ্দিন নয়ন (৪৭) কে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোণাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বাবার নাম মোঃ আবুল কাশেম। তিনি গৌরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুধবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে বিষ্ফোরক আইনে করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যার মামলা নম্বর-১০। মামলার বাদী গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ হানিফ উদ্দিন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা এখলাছ উদ্দিন নয়নকে বিষ্ফোরক মামলায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (আজ) দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: