গৌরীপুরে নারীদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সাথে নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের বারোআনি ও বালিজুড়ি গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
তিনি এ সময় বলেন, আপনারা ধানের শীষের পক্ষে একান্ত কর্মী হয়ে ১০টা করে ভোট এনে দিবেন, কামাই করবেন। বিএনপি সরকার গঠন করতে পারলে রেশন কার্ডের মতো পারিবারিক কার্ড করে দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় সবকিছু পাবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেয়া হবে। যার মাধ্যমে সকল কৃষি উপকরণ পাবে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন করা হবে ও পারিবারিক, সামাজিক উন্নয়ন করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিধলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য আতাউর রহমান তারা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম শহীদ, সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বাবুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোসলেম উদ্দিন মাস্টার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: