• ঢাকা

  •  সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

জেলার খবর

নির্বাচনকে সামনে রেখে ব্যানার-পোষ্টারবিহীন ঝকঝকে ঈশ্বরগঞ্জ!

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ২০:০১, ১৪ ডিসেম্বর ২০২৫

নির্বাচনকে সামনে রেখে ব্যানার-পোষ্টারবিহীন ঝকঝকে ঈশ্বরগঞ্জ!

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ উপজেলা এখন ব্যানার ও পোস্টারমুক্ত একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জনপদে পরিণত হয়েছে। নির্বাচনকালীন সময়কে ঘিরে অবৈধ প্রচারণা সামগ্রী অপসারণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ায় উপজেলার সর্বত্র ফিরে এসেছে শালীনতা ও নান্দনিকতা।

ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন বিশ্বাসের সক্রিয় তৎপরতা ও নিয়মিত তদারকিতে উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, সরকারি-বেসরকারি স্থাপনা, দেয়াল ও বিদ্যুৎ খুঁটি থেকে সব ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়। এতে করে শুধু শহরের সৌন্দর্যই বৃদ্ধি পায়নি, বরং যান চলাচল ও পথচারীদের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় নির্বাচন ঘিরে অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার–পোস্টারে শহরের পরিবেশ নোংরা হয়ে যেত। এবার প্রশাসনের সময়োপযোগী উদ্যোগে ঈশ্বরগঞ্জ এখন পরিচ্ছন্ন ও ঝকঝকে। সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এমন ভূমিকার প্রশংসা করছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন বিশ্বাস বলেন, “জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ব্যানার–পোস্টার অপসারণ করা হয়েছে। নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়েও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঈশ্বরগঞ্জকে পরিচ্ছন্ন, সুন্দর ও নিয়মতান্ত্রিক রাখতে সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতা কাম্য।”

সচেতন মহলের মতে, প্রশাসনের এই উদ্যোগ জাতীয় নির্বাচনকে ঘিরে একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ঈশ্বরগঞ্জ উপজেলা এভাবেই ব্যানার–পোস্টারমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে, যা অন্য উপজেলাগুলোর জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠবে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: