• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল পিস্তলসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১২:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৪

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল পিস্তলসহ গ্রেপ্তার

গ্রেপ্তার শিরহান শরীফ তমাল

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি তিনি। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলোবাগ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এহতেশামুল হক খান।

এসবিডি/এবি

মন্তব্য করুন: