• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

জেলার খবর

চাটমোহর যুব সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরণ

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ১৬:৩২, ২২ সেপ্টেম্বর ২০২২

চাটমোহর যুব সোসাইটির আয়োজনে গাছের চারা বিতরণ

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহরে আস্-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ও চাটমোহর যুব সোসাইটির আয়োজনে এক হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও বাড়ির আঙ্গিনায় রোপনের জন্য এই চারা বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল-শিহাব, সহ-সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক শারজিল হাসান মানিক, সদস্য আশিকুর রহমান, আল-আমিন হোসেন, শেখ উদ্দিন, আশিকুর রহমান, সাজেদুর রহমান সেজান প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটমোহর যুব সোসাইটির সভাপতি জাবের আল শিহাব জানান, চাটমোহর উপজেলার বিভিন্ন মাদরাসা, মসজিদ, গোরস্থান, কমিউনিটি ক্লিনিক-সহ ৩০টি প্রতিষ্ঠান ও সংগঠন এবং ৫০ জন মানুষের মাঝে প্রায় এক হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চাটমোহর পৌর সদরের তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

সেপ্টেম্বর ২২, ২০২২

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: