• ঢাকা

  •  শনিবার, নভেম্বর ১, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

 প্রকাশিত: ১৯:১১, ১ নভেম্বর ২০২৫

গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

ছবি- সংগৃহীত

‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের উদ্যোগে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে সমবায় দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধনশেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিম। সঞ্চালনা করেন সমবায়ী ওবায়দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কমাণ্ডার হাসানুজ্জামান শাহীন, অ্যাডরা বাংলাদেশ গৌরীপুর উপজেলা প্রজেক্ট ম্যানেজার জুয়েল শিকদার, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক দেলোয়ার হোসেন, সমবায়ী রাকিবা আক্তার, স্বপ্না আক্তার,  মো. গোলাম মোস্তফা, মো. হারুন অর রশিদ, রাবেয়া ইসলাম মিতু  প্রমুখ।

আলোচনাশেষে অতিথিবৃন্দ একজনের হাতে শ্রেষ্ঠ সমবায়ী ও ৩০ জনের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: