• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জেলার খবর

রুহিয়ায় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 প্রকাশিত: ২০:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২২

রুহিয়ায় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

ছবি: সময়বিডি.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও থানা পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রুহিয়া থানার আয়োজনে ২৪ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে থানা কম্পাউন্ডে ২৭টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান।

তাছাড়া উপস্থিত ছিলেন, থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশ্বিনী কুমার রায়, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, আখানগর চেয়ারম্যান রোমান বাদশা, ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়-সহ ২৭টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং নির্ধারিত দিনে প্রতিমা বিসর্জনের পরামর্শ দেন।

সেপ্টেম্বর ২৪, ২০২২

মোঃ দুলাল হক/এবি/

মন্তব্য করুন: