ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২, ২৪ অক্টোবর ২০২২

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, হাসান মারুফ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর প্রাথমিকে কার্যকর মা সমাবেশ করা, টিফিন বক্স বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ, স্কুল বেঞ্চ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন, ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিং-সহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন।
এর আগে বিভাগের বিভিন্ন জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন করা হয়। এতে জামালপুর জেলায় শ্রেষ্ঠ হয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান, শেরপুর জেলায় শ্রেষ্ঠ হয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ হয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব উল আহসান।
তাদের মধ্যথেকে সাক্ষাতকারের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন করা হয়।
অক্টোবর ২৪, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: