• ঢাকা

  •  মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

জেলার খবর

দাখিল পরীক্ষা: চাটমোহরে ৫ শিক্ষক ও ২ ছাত্র বহিষ্কার

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ১২:০৬, ২৮ মে ২০২৩

দাখিল পরীক্ষা: চাটমোহরে ৫ শিক্ষক ও ২ ছাত্র বহিষ্কার

পাবনা: পাবনার চাটমোহরে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে পাঁচ শিক্ষক ও দুই ছাত্রকে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব আবু ইসাহাক।

শনিবার (২৭ মে) চাটমোহর এনায়েতুল্লা ফাযিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন বছরের জন্য বহিষ্কৃত শিক্ষকরা হলেন, ক্ষতবাড়ি দাখিল মাদরাসার আব্দুস সালাম, কাটাখালী দাখিল মাদরাসার আব্দুল গফুর, ছাইকোলা দাখিল মাদরাসার ইব্রাহিম হোসেন, ধুলাউড়ি দাখিল মাদরাসার মোশারফ হোসেন ও হরিপুর আলীম মাদরাসার আমিনুর রহমান।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছাইকোলা দাখিল মাদ্রাসার ছাত্র মোশারোফ হোসেন রোল নং-১৫২৮৬৬ ও চড়–ইকোল দাখিল মাদ্রাসার ছাত্র নয়ন হোসেনকে রোল নম্বর ১২২৯১৮ বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব আবু ইসাহাক এ তথ্য নিশ্চিত করেছেন।

চাটমোহরে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন জানান, পরীক্ষা চলাকালে দুই ছাত্র অসদুপায় অবলম্বন করে। এ সময় দায়িত্বে অবহেলার কারণে কক্ষ পরিদর্শকদের এবং অসদুপায় অবলম্বনের দায়ে ছাত্রদের বহিষ্কারের নির্দেশ দিলে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন।

মে ২৮, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: