• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ১৯:৫৯, ২৮ অক্টোবর ২০২৫

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি- সংগৃহীত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আঠারবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন।

তিনি খালবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৯ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। তাছাড়া তিনি আরো ৭৪ টি স্কুল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছেন অনেকদিন যাবত। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ্ নুরুল কবির শাহিন বলেন, “বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চাই। গাছ রোপণ শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুল রহমান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: