• ঢাকা

  •  বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

জেলার খবর

 গৌরীপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 আপডেট: ২২:১৭, ২৮ অক্টোবর ২০২৫

 গৌরীপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর শহরের পাটবাজারস্থ বিএনপি’র কার্যালয় থেকে ময়মনসসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিণ করে উত্তর বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও স্থানীয় বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। 
র‌্যালীশেষে উত্তর বাজার মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন  ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবির। 
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, গৌরীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম খোকন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সদস্য আলী আখতার পল্লব, মোস্তাফিজুর রহমান হানিফ, আবুল বাসার আকন্দ, রফিকুল ইসলাম, যুবনেতা হাসান মিয়া, মারফত আলী, জুয়েল, মিলন, আজিজুল ও সেলিম আজাদ প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, যুবদল আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে দীর্ঘ লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপি’র আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে ধানের শীষ প্রতীক দেয়ার  দাবীও জানান তারা। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: