• ঢাকা

  •  রোববার, মে ৫, ২০২৪

জেলার খবর

পাবিপ্রবিতে রশি ছিড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:৫৯, ২৬ আগস্ট ২০২৩

পাবিপ্রবিতে রশি ছিড়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন ছাত্রাবাসের প্লাস্টারের কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন - চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়ার চর বাসুদেরপুর গ্রামের তুহিন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের আসাদুল আলী (৩৫)। আহত হয়েছেন রবিউল আওয়াল (৩০)।

পাবিপ্রবির প্রক্টর ড. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা রশি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকষ্মিকভাবে রশি ছিঁড়ে নিচে পড়ে যায় তিন শ্রমিক। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে একজন মারা যায়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিক রাজশাহীতে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রকল্পে তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে বলা আছে। তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো আমরা তদন্ত করে দেখবো।

আগস্ট ২৬, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: