তাড়াশে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৪০ হাজার চারা বিতরণ

ছবি: সময়বিডি.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ৪০ হাজার গাছের চারা বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের মনোয়ন প্রত্যাশী ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে এ ফলজ গাছের চারা রোপণ উদ্বোধন করেন তিনি।
পরে আশ্রয়নে বসবাসকারী পরিবারগুলোর মাঝে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কনকুজ্জামান মামুন, বারুহাঁস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বুলবুল আহমেদ -সহ অনেকে।
সেপ্টেম্বর ৩০, ২০২৩
মৃণাল সরকার মিলু/এবি/
মন্তব্য করুন: