• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি:

 প্রকাশিত: ২৩:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): 'বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার' প্রতিপাদ্যে গৌরীপুরে জাতীয় কন্যা দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক শেখ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমেনা আক্তার, বাংলাদেশ মহিলা সমিতির সভানেত্রী রুবিয়া হেলাল, সাবেক ইউপি সদস্য আছিয়া বেগম, নুরুন্নাহার বেগম প্রমুখ।

এসময় উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, ব্র্যাক, বাংলাদেশ মহিলা কল্যাণ সমিতি, এসিক নারী কল্যাণ সংস্থা, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থাসহ বিভিন্ন এনজিও-সমিতির প্রতিনিধি ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ৩০, ২০২৩

রায়হান/এবি/

মন্তব্য করুন: