• ঢাকা

  •  সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুজিত দাস, বিভাগীয় প্রতিনিধি

 আপডেট: ০৮:০৬, ২ সেপ্টেম্বর ২০২৪

গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি: সময়বিডি.কম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তিনজনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে সহনাটিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহনাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যন আহম্মেদ তায়েবুর রহমান হিরন, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, যুবনেতা জিয়াউর রহমান (পৌর কাউন্সিলর) বিএনপি নেতা জায়েদুর রহমান, আ. মান্নান, মন্জুরুল হক বেপারী, এখলাছুর রহমান কিরন, আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, ইকবাল হাসান বিগচান প্রমুখ।

বক্তারা গৌরীপুরে নিহত তিনজনসহ সারাদেশে প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ দায়ী  পুলিশ সদস্যদের বিচার দাবি করেন

পরে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসকেডি/এবি/

মন্তব্য করুন: