গৌরীপুরে আহত শিক্ষার্থীদের সমাজসেবার অনুদান
সমাজসেবা অধিদপ্তর
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে কোঠা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে গত ২০ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ ১১ জন আহত শিক্ষার্থীকে অনুদানের চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব।
অনুদানপ্রাপ্তরা হলেন- ফারুক আহমেদ নিলয়, ছোটন মিয়া, মোশাররফ হোসেন, মেহেদী হাসান, বিল্লাল হাসান, বুলবুল আহমেদ, মাহবুব আলম, ফয়সাল, সোহেল রানা, শিপন আহমেদ শ্রাবণ।
ইউএনও শাকিল আহমেদ জানান, কোঠা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা বাবদ এই আর্থিক সহযোগিতা করা হয়েছে।
এসবিডি/এবি
মন্তব্য করুন: