• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

জেলার খবর

গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা এসআই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৪:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২৪

গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা এসআই

এসআই মেহেদি হাসান

পাবনায় এক গৃহবধূর ঘরে রাতযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। পরে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমোহর থানার হান্ডিয়াল তদন্তকেন্দ্রে কর্মরত। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের এক গৃহবধূ মামলাসংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এভাবে তাদের দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। আর এই সম্পর্ক থেকে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

সম্প্রতি ওই গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিণপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ওই বাড়িতে গিয়ে গৃহবধূর সঙ্গে একই ঘরে রাত যাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আটক করে চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব বলেন, ঘটনাটি জানার পরে আমি সেখানে গিয়েছিলাম। এলাকার মানুষ এসআই মেহেদীকে আটক করার পর প্রথমে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবো।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি ওই গৃহবধূর বাড়িতে গিয়েছিলাম। তিনি সমস্ত বিষয় আমার কাছে অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করব। তদন্তে সত্যতা পেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে অভিযুক্ত এসআই মেহেদী হাসানের মন্তব্য জানতে তার ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এসবিডি/এবি

মন্তব্য করুন: