• ঢাকা

  •  বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক

 প্রকাশিত: ২১:০৪, ২৯ অক্টোবর ২০২৫

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নোমান আল মারুফ (৩০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ ইউনিয়নের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দূর্ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দুইজনকে দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত অপর আরেকজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত নোমান আল মারুফ গৌরীপুর উপজেলার স্টেশন রোড মহল্লার মোসলেম উদ্দিনের মাস্টারের ছোট ছেলে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: