ঈশ্বরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি- সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর যুবদল নেতা তরিকুল ইসলাম মানিক এবং আরিফুল ইসলাম সাজিদের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকালে পৌর শহরের পুরাতন আদালত ভবন থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে শোভাযাত্রাটি জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত কেক কাটা ও আলোচনাসভায় অংশ নেয়।
আলোচনাসভায় পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শরীফ আহমেদ জায়েদীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: