পুরান ঢাকায় নারীকে কুপিয়ে হত্যা
লিপিকা গোমেজ
রাজধানীর পুরান ঢাকার ঋষিকেশ দাস লেনে বাসায় ঢুকে লিপিকা গোমেজ (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত লিপিকা নটরডেম কলেজের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে লিপিকা গোমেজের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজধানীর নটরডেম কলেজের অফিস সহকারী ছিলেন।
তিনি আরও বলেন, লিপিকার মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঋষিকেশ দাস লেনে একটি পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় একা থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরে তাদের বিচ্ছেদ হয়।
লিপিকার কোনো সন্তান নেই। তার বাড়ি ঢাকার দোহারে। সেখানে তার বৃদ্ধা মা থাকেন। তার একমাত্র ভাই থাকেন বিদেশে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ তদন্ত করছে।
এসবিডি/এবি
মন্তব্য করুন: