দুবাইয়ে শ্যুট করতে গিয়ে পুলিশের হাতে আটক উর্ফি
অনলাইন ডেস্ক:
আপডেট: ১১:২৫, ২০ ডিসেম্বর ২০২২

ইন্টারনেট দুনিয়ার পরিচিত নাম উর্ফি জাভেদ। কাজের থেকে তিনি বেশি চর্চায় থাকেন তার পোশাক নিয়ে। এবার খোলামেলা পোশাকের কারণেই তাকে আটক করেছে দুবাই পুলিশ।
একটি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার (১৯ ডিসেম্বর) উর্ফিকে আটক করে দুবাই পুলিশ। বেশ কিছুদিন আগে দুবাই ভ্রমণে গেছেন মডেল অভিনেত্রী। উর্ফির সঙ্গে ছিলের তার বন্ধু। কখনো বিচে কখনো আবার দুবাইয়ের নাইট লাইফ এনজয় করতে দেখা গেছে উর্ফিকে।
এরমাঝেই অভিনেত্রী জানান, তিনি অসুস্থ। ল্যারংজাইটিস হয়েছে তার। দুবাইয়ে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। সুস্থ হতেই তার কেটে গেছে অর্ধেক ছুটি।
কিন্তু এর মাঝেই নিজের ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য শ্যুট করতে গিয়ে বিপাকে পড়লেন উর্ফি।
উর্ফির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘তার বানানো একটি পোশাক পরে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছিলেন অভিনেত্রী। যা দুবাই পুলিশের মতে একটু বেশিই খোলামেলা। যদিও সেই পোশাক নিয়ে দুবাই পুলিশের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি যে জায়গায় উর্ফি এই পোশাক পরে শ্যুট করছিলেন, সেটি একটি ওপেন এরিয়া। সেখানে এই পোশাক পরা বা শ্যুট করার অনুমতি নেই। পুলিশ তাকে আটক করে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। দেখা যাক কী হয়!’
বিশেষ সূত্রের খবর, দুবাইয়ের লোকাস পুলিশ উর্ফিকে জিজ্ঞাসাবাদ করছে।
ডিসেম্বর ২০, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: