রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা চিঠি বিক্রি হলো ২১ লাখ রুপি
আজ থেকে ৯৩ বছর আগের কথা। হলদে রঙের কাগজজুড়ে তাঁর সংবেদনশীল মননের ছোঁয়া। সম্প্রতি নিলামে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা সেই দুর্লভ একটি চিঠি। বিক্রি হলো প্রত্যাশার চেয়েও সাতগুণ বেশি দামে। ২১ লাখ ১২ হাজার ২১২ টাকায়।
তাঁর লেখা ছোটগল্পের কয়েকটি ইংরেজি অনুবাদ অপছন্দ হওয়ায়, ১৯৩০ সালের ৩ জানুয়ারি সত্যভূষণ সেনকে এই চিঠি লিখেছিলেন কবিগুরু।
নিলামের উদ্যোক্তাদের ধারণা ছিল, চিঠিটি ২ থেকে ৩ লাখ টাকায় বিক্রি হতে পারে। কিন্তু সকলকে রীতিমতো চমকে দিয়ে গত ২১-২২ জুন অনলাইনে একটি 'আর্ট অকশন'-এর আকাশছোঁয়া দর ওঠে।
চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাঁর লেখা ছোটগল্পের কিছু ইংরেজি অনুবাদ পছন্দ হয়নি। ইংরেজি সাহিত্য-অনুরাগীরা এই অনুবাদ পছন্দ করছেন না, তার প্রমাণ রয়েছে তাঁর কাছে।
চিঠিতে তিনি আরো জানান, সেই সময়ের ইংরেজি সাহিত্যের লেখার ধরনের সঙ্গে তাঁর ছোটগল্পের ইংরেজি অনুবাদের ধরনের কোনো মিল নেই।
শিক্ষাবিদদের ধারণা, সম্ভবত সত্যভূষণের অনুবাদ মনের মতো হয়নি বলেই এই চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ।
প্রসঙ্গত, এই অকশনেই ১৯৪১ সালে নন্দলাল বসুর আঁকা একটি ছবিও ছিল। কৃষ্ণর মাখন চুরির দৃশ্যের সেই ছবি বিক্রি হয়েছে ৬৪ লাখ ৭৮ হাজার ৫২৫ টাকায়।
জুন ২৮, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: