• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অর্থ ও কৃষি

সাড়ে তিন মণ লেবুর দামে এক কেজি মাংস

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ১৮:২৫, ৩ জুন ২০২৩

সাড়ে তিন মণ লেবুর দামে এক কেজি মাংস

চাটমোহরে ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেবু। থানা বাজার থেকে গতকাল ছবিটি তোলা।

পাবনা: লেবুর অপ্রত্যাশিত দর পতনে হতাশ পাবনার চাটমোহরের লেবুচাষীরা। চাটমোহর থানা বাজার এলাকায় অবস্থিত আড়তগুলোতে চার থেকে আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লেবু। সে হিসেবে এক কেজি গরুর মাংস কিনতে কৃষককে গুনতে হচ্ছে সাড়ে তিন মণ লেবু বিক্রির টাকা।

উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি গ্রামের লেবুচাষী গোলাম মোস্তফা চাঁদ সময়বিডি.কম-কে জানান, একসময় চাটমোহরে কেবল দেশি লেবু চাষ হলেও গত কয়েক বছর যাবৎ চায়না, থাইসহ অন্যান্য জাতের লেবু চাষ হচ্ছে। বর্তমানে ২০০ টাকা মণ দরে লেবু বিক্রি করছেন তিনি।

ধানকুনিয়া গ্রামের সবজি বিক্রেতা মোখলেছ জানান, চাটমোহরের পাইকারী বাজারে চায়না লেবু চার থেকে পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

থানা বাজার এলাকার লেবু ব্যবসায়ী বাবুল হোসেন জানান, বাজারে সরবরাহ বেশি হওয়ায় লেবুর দাম একেবারেই কমে গেছে। দুই তিন মাস আগে প্রতি কেজি লেবু বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়, এখন সেই মানের লেবু চার থেকে আট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জুন ৩, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: